Advertisement
নগরীর চান্দগাঁও থানার বালুরটাল এলাকায় বাস উল্টে উলি বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন, শাহীন আক্তার (৩০), আখি আক্তার (১৭), তৌহিদুল ইসলাম (২৮) ও প্রিয়াঙ্কা বড়ুয়া ।
আজ ১ অক্টোবর, শুক্রবার সকাল ৮টার দিকে বাহির সিগন্যাল সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত উলি বেগম সানোয়ারা আবাসিক এলাকার রিয়াজ কলোনির মো. কামালের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক সিটিজি নিউজকে বলেন, চান্দগাঁও থেকে বাস উল্টে আহত নারীসহ ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে সকাল ১১টার দিকে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক উলি বেগমকে মৃত ঘোষণা করেন এবং আহতদেরকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।
নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এফএম/