আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর গোয়াল পাড়ার নাম পরিবর্তন করে টানেল নগর রাখার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় জনতা । শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ বন্দর সৈয়দ শাহ মাজার ও এতিমখানা প্রাঙ্গণে এলাকাবাসীরা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন ।
সমাবশের প্রধান উদ্যোক্তা খোকন তালুকদারের সভাপতিত্বে ও মো. মুরাদ তালুকদারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান, দক্ষিণ বন্দর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছার, বারশত ইউপি সদস্য শাহনুর, বারশত ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামাল সওদাগর, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাশেম চৌধুরী, আলী আকবর বাল্লা, মো. আলমগীর, খোকন তালুকদার, আবদুল করিম, আকতার হোসেন, আবদুর রহিম, জাবের তালুকদার, আজিজ তালুকদার, মুরাদ তালুকদার, জব্বার তালুকদার, শাহ্জাহান তালুকদার, শিহাব উদ্দিন, আবু তারেক, নজরুল ইসলাম, ওমর সানি তালুকদার ও সাদ্দাম হোসেন সহ কয়েক শতাধিক এলাকাবাসী।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পূর্ব পুরুষদের স্মৃতি বিজড়িত শতবছরের পুরোনো নাম হচ্ছে গোয়ালপাড়া। আমরা সেই নামেই থাকতে চায়। কোন প্রকার ষড়যন্ত্রে আমরা পা বাড়াবনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে ভূমিমন্ত্রীর প্রচেষ্টায় আনোয়ারা উপজেলায় বঙ্গবন্ধু টানেল নির্মিত হচ্ছে। উন্নয়নকে ঘিরে একটি মহল ষড়যন্ত্র করছে ঐতিহ্যবাহী গ্রামের নামটি পরিবর্তনের জন্য। গত এক সপ্তাহ ধরে দেশে ও দেশের বাইরে থাকা আমাদের গ্রামের মানুষসহ বিভিন্নস্থানের মানুষ হাসাহাসি করতেছে। যেটা কাম্য নয়। বক্তারা আরো বলেন, টানেল নগর নয়, পূর্বের গোয়াল পাড়াই নাম বহাল থাকবে। কোন ব্যক্তি নাম পরিবর্তনের চেষ্টা করে তাকে এলাকাবাসী ছাড় দিবেনা।
এর আগে গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে নাম পরিবর্তন উপলক্ষে দক্ষিণ বন্দর এতিমখানা মাঠে এলাকার রাজনীদিবীদ, মান্যগণ্য ব্যক্তি ও যুবসমাজ এক বৈঠকে মিলিত হয়ে শত বছরের গোয়ালপাড়া গ্রামের নাম টানেল নগর করার সিদ্ধান্ত করেন স্থানীয় কিছু ব্যক্তি।