চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের কেন্দ্রীয় বাজার রাজারহাটে আগুনে পুড়ে গেছে লেপ-তোষকের দুইটি দোকান।
২১ আগস্ট, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে বাজারে আগত ক্রেতা ও ব্যবসায়ীরা মিলে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা রাত সাড়ে ৯ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. জাহিদুর রহমান সিটিজিনিউজকে বলেন, ‘পদুয়া বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুল লাগতে পারে বলে ধারাণা করা হচ্ছে।’
ক্ষতিগ্রস্থ দোকানদাররা ক্ষতির পরিমাণ ৩ লাখ টাকা বলে জানিয়েছে। তবে ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ লাখ টাকা।’
এফএম/এনইউএস