Advertisement
নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় জলযোগ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও ঘোষ সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার, ২০ সেপ্টেম্বর চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়।
চসিক সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টান্ন তৈরি ও বিক্রির অপরাধে জলযোগ ও ঘোষ সুইটসকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পৃথক অভিযানে মোমিন রোডে ফুটপাত ও সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ১ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চসিকের কর্মকর্তাসহ কর্মচারীরা।
এফএম/এসএম