চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার খেজুরতলা থেকে নিখোঁজ শিশু রাজ কুমার দাশের (১০) মরদেহ উদ্ধার সমুদ্রপাড় স্লুইসগেট থেকে।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজ কুমার কক্সবাজারের পলাশ দাশের ছেলে। তার পরিবার বন্দরটিলা নেভীগেট এলাকার আলীশাহ রোডে থাকে।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম সিটিজিনিউজকে বলেন, ‘গতকাল বিকেলে বন্ধুদের সাথে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় নিহতের অভিভাবক থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ উদ্ধার অভিযানে নামে। পরে রাত সাড়ে ১১ টার সময় খেজুরতলা স্লুইসগেট এলাকার সমুদ্র পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
এফএম/এআই